
বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদ এর যুগ্ম-আহবায়ক মহসিন ভূঁইয়া, সদস্য সচিব মানসুরা আহমেদ।
বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা ও কর্মচারী সমন্বয় পরিষদের সদস্য সচিব মানসুরা আহমেদ বলেন, ১৯৭২ সাল থেকে বিআইডব্লিউটিসি এই জমির মালিক। সেখানে শ্রমিক- কর্মচারীরা দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিল। পরে সংস্কার কাজের সময় আমাদের অন্যত্র স্থানান্তর করা হয়। এবং সেখানে নতুন স্থাপনা তৈরির কাজ শুরু করতে গেলে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল এর পক্ষ নিয়ে কিছু সংখ্যক সন্ত্রাসী বাহিনী আমাদের কাজ বন্ধ করে দেয়্। অথচ ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত আমরা ওই জমির মালিক এবং ভোগ দখল করে আসছি। এমনকি ওই প্রতিষ্ঠানের খাজনা, পৌরকর, গ্যাস বিল সহ যাবতীয় বিল বিআইডব্লিউটিসি পরিশোধ করে আসছে। সেখানে কুমুদিনী কিভাবে মালিকানা দাবি করে তা আমাদের বোধগম্য নয়?
বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দরা লিখিত প্রেস বিঞ্জপ্তিতে উল্লেখ করেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট বেঙ্গল (বিডি) লিমিটেড কর্তৃক মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ-২৮ ১৯৭২ বলে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া বিআইডব্লিউটিসি নিজস্ব সম্পত্তি ৩ ও ৪ ঈশা খাঁ রোডস্থ বিআইডব্লিউটিসির জমিতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অনুপ্রবেশের অপচেষ্টা বন্ধ করার জোর দাবী জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে গত ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী করা হয়। যার নং (৪৪৬)।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের সদস্য জেসমিন আরা বেগম, মহাব্যবস্থাপক (প্রশাসন) বিআইডব্লিউটিসি ঢাকা মোঃ রাশিদুর রহমান, চিফ অডিট অফিসার বিআইডব্লিউটিসি ঢাকা রুবেলুজ্জামান, জেনারেল সেক্রেটারী বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশন মোঃ মনজুরুল করিম, এজিএম (প্রশাসন) বিআইডব্লিউটিসি ঢাকা মোঃ আবদুল আলীম, এজিএম (বানিজ্য) বিআইডব্লিউটিসি নারায়ণগঞ্জ মোঃ সায়েম মৃধা, সাধারণ সম্পাদক বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয় মোঃ জাকির হোসেন, নৌ কারিগরী কল্যান পরিষদের সভাপতি মোসাহিদুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ ইনল্যান্ড মায়ার ওয়েলফেয়ার আব্দুস সাত্তার, সেক্রেটারী বিআইডব্লিউটিসি নাবিক এন্ড কর্মচারী ইউনিয়ন আলাউদ্দিন মিয়া, বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়ন সহ আরো অনেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।