নাগরিক সমস্যা সমাধানে রাধানগরে মতবিনিময় সভা

21
নাগরিক সমস্যা সমাধানে রাধানগরে মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাধানগর গ্রামের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ জুন) সকালে রাধানগর প্রাইমারী স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগরের কৃতি সন্তান ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার জলিল গাজী, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান, আবু সুফিয়ান মাদবর, ডা. আবুল কালাম আজাদ।

 

নাগরিক সমস্যা সমাধানে রাধানগরে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন রাধানগরের কৃতি সন্তান ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন

মতবিনিময় সভায় ২টি ঈদগাহ সংক্রান্ত বিষয়ে সৃষ্ট সমস্যা সহ নানা সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসী। এ সকল সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। তিনি বলেন, আমরা সকলেই এই গ্রামেরই বাসিন্দা। এখানে সবাই সবার আপন, আমরা সকলে একটি পরিবারের মতো। কিছু ভুল বোঝাবুঝির কারণে মনমালিন্যের সৃষ্টি হয়েছে। সকল মনমালিন্য ভুলে গ্রামের উন্নয়নের স্বার্থে পূর্বের ন্যায় আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো।

নাগরিক সমস্যা সমাধানে রাধানগরে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান

প্রেসক্লাব সাধারণ সম্পাদকের কথার সমর্থন করে উপস্থিত সকলেই ঐক্যবদ্ধভাবে গ্রামের উন্নয়নে কাজ করার এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নাগরিক সমস্যা সমাধানে রাধানগরে মতবিনিময় সভা শেষে দোয়া ও মোনাজাত

সভায় আরও উপস্থিত ছিলেন রহিম ভেন্ডার, আবু তালেব গাজী, হাজী রহমান গাজী, দুলাল মোল্লা, নুর মোহাম্মদ টিটু, মোতালেব গাজী, খোরশেদ গাজী, নুর আলম মিন্টু, শরিয়ত উল্লাহ, ফালান সরদার, সাইফুল ইসলাম খোকন, শহিদুল্লাহ গাজী প্রমুখ।