টিপুর ওপর হামলার ঘটনায় না.গঞ্জ মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

42
টিপুর ওপর হামলার ঘটনায় না.গঞ্জ মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর জামায়াত।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের বন্দর, নবীগঞ্জ এলাকায় মহানগরী বিএনপি সদস্য সচিব এড. আবু আল ইউসুফ টিপু দুস্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত হয়ছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্টে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে যৌথ বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিছেন মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার, সেক্রেটারী মানোয়ার হোসাইন।

জামায়াত নেতৃবৃন্দ মনে করেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক কাজ। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা চাইবো দ্রুত সময়ের মধ্যে প্রশাসন তাদের খোঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে। সেই সাথে তার শারীরিক সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলার তিনগাও এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে একটি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করতে হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট দিয়ে পাড় হয়ে নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ে গেলে একদল দুস্কৃতিকারীরা মহানগর বিএনপির সদস্য সচিবসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ অন্তত ৫ বিএনপি নেতাকর্মী।