
আমি মো. জসিম উদ্দিন, ২০০৬ সালের ১৬ই মার্চ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গাড়ি চালক পদে নিয়োগ প্রাপ্ত হই। নিয়োগ পাওয়ার পর থেকেই সততার সহিত সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাগণের গাড়ি চালিয়ে আসছি। দীর্ঘ ১৬ বছরের কর্মজীবনে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উপরন্তু, আমার দেখা ও জানামতে কেউ কোনো অপকর্ম করতে চাইলে, আমি তার প্রতিবাদ করি। এ কারণে সম্প্রতি একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্রকারীরা সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে গত “০২ ও ০৫ অক্টোবর” দৈনিক শীতলক্ষা সহ স্থানীয় কয়েকটি পত্রিকায় আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায়। যেখানে উল্লেখ করা হয়, “নিয়োগ বাণিজ্য করে নাসিকের গাড়ি চালকের কোটি টাকার বাড়ি”। আমি এই সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে, সাংবাদিক ভাইদের বলবো, আপনারা সঠিকভাবে তদন্ত করুন, আমি অপরাধী হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হবে আমি তা মাথা পেতে নিবো।
তবে, প্রকৃত সত্য হলো, আমি এবং আমার বোন জামাতা উভয়েই সিটি কর্পোরেশনের কর্মচারী। আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে গৃহ নির্মাণ লোন নিয়ে বাড়ি নির্মাণ করি। যা অত্যন্ত সাধারণ একটি বাড়ির মতোই। তবে, ঐ সংবাদে আমাদের বাড়িটি আলিশান বলে মুখরোচকভাবে উপস্থাপন করা হয়, যা ভিত্তিহীন ও বানোয়াট। জসিম দাবি করেন, সম্প্রতি সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে অপর চারজন কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়ের নিকট দুর্নীতির অভিযোগ করে, আগামী ০৮ অক্টোবর যার শুনানী হবে। ঐ কর্মকর্তা নিজেকে বাঁচাতে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক ভাইদের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখতে হীন এই অপচেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।