তারেক রহমান ও জাকির খানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

9

নারায়ণগঞ্জ সমাচার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ডিআইটিস্থ জেলা-মহানগর বিএনপি কার্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ করে তারা।

নেতৃবৃন্দ এসময় বলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশে দেশনায়ক জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা আবার রাজপথে নেমেছি, রাজপথে আছি এবং রাজপথে থাকবো। নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জাকির খান অসুস্থ, আপনারা তারা জন্য দোয়া করবেন। অসুস্থ অবস্থায়ও তিনি সর্বদা নারায়ণগঞ্জবাসীর চিন্তা করেন।

তারা বলেন, নারায়ণগঞ্জে কেউ কোনো সন্ত্রাসী কর্মকান্ড করলে, আওয়ামীলীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জাকির খানের নির্দেশে আমরা তাদের প্রতিহত করবো। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবো। নারায়ণগঞ্জে এখনো আওয়ামীলীগের যেসকল দোসররা রয়েছে, তাদেরকে দাত ভাঙ্গা জবাব দিয়ে, আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির মুখোমুখি করবো।

একইসাথে, ১৮ নভেম্বর আদালতে জাকির খানের হাজিরা আছে উল্লেখ করে, সেদিন সকল নেতাকর্মীকে স্বত:স্ফূর্তভাবে আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকার আহবান জানান তারা।

পরে “জিয়ার সৈনিক এক হও, লড়াই করো”, “তারেক ভাইয়ের হুলিয়া, নিতে হবে তুলিয়া”, “তারেক জিয়ার মিথ্যা মামলা, তুলে নাও নিতে হবে”, “তারেক জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “জেলের তালা ভাঙ্গতে হবে, জাকির খানকে আনতে হবে”, “জাকির খানের কিছু হলে, জ¦লবে আগুন ঘরে ঘরে, এ ধরনের নানা স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা পারভেজ মল্লিক, স্বেচ্ছাসেবকদল নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।