
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় রাইফেল দিয়ে গুলি করা গোয়েন্দা কর্মকর্তা মাহফুজুর রহমান কনককে ঢাকার এপিবিএন এর অফিম থেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
পুলিশ সুপার জানান, গতকাল বৃহস্পতিবার (০২ জানুয়ারী) রাতে রাজধানীর এপিবিএন অফিস থেকে গ্রেফতার করা হয় তাকে।
উল্লেখ্য, ২০২২ সালের ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কনক তাদের দিকে সরাসরি অস্ত্র তাক করে গুলি করেন। এসময় মারা যান যুবদলকর্মী রাজা আহমেদ শাওন ওরফে শাওন প্রধান। এরপর কনককে ক্লোজড করা হয়। ০৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে থাকে কনক। এই ঘটনার দুই বছর পর গত বছরের ২১ অক্টোবর মামলা দায়ের করা হয়। সেই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ (এমপি) ৫২ জনকে।