
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণকারী বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সময় চুনকা পাঠাগারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
সভাপতির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, যাঁদের ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি তাদের সম্মানিত করতে পেরে আমরা গবির্ত। আপনারা হলেন দেশের সূর্য সন্তান। আপনারা হয়তো জানেন,স্বাধীনতার সময় চরমোনাই মাদরাসা ছিল মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, এই প্রথম আমরা কোন ইসলামী দলের পক্ষ থেকে সংবর্ধনা পেলাম। আজকের এ অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাজী এড. নুরুল হুদা সাবেক ডেপুটি কমান্ডার, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভুইয়া (জুলহাস) সাবেক কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়েত আলী সাবেক ডেপুটি কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড. বীর মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ নুর হোসেন মোল্লা সাবেক সাংগঠনিক কমান্ডার, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেন সাবেক দপ্তর কমান্ডার, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা হাজী নুর উদ্দীন আহমে কমান্ডার, পাইকপাড়া ইউনিয়ন কমান্ড, বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন।
এছাড়া আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সহ-সভাপতি অধ্যক্ষ মাও. হাবিবুল্লাহ হাবিব, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ হোসেন। সেক্রেটারি মুহা. অনুষ্ঠানে সুলতান মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. মুহা. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা.ইসমাইল, ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।