
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এক দাবির বিজয় নিশ্চিত ও স্বৈরাচার শাসক আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদ পেয়ে বিএনপি ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের বিজয় উল্লাসে মিছিল বের করেছে।
নারায়ণগঞ্জ বিএনপি শীর্ষস্থানীয় একাধিক নেতা জানান, সোমবার বিকাল ৪টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্বশীল পদ থেকে পদত্যাগ করেছে। এমন সংবাদে জেলা-মহানগর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী নগরীর চাষাড়া অভিমুখে যাত্রা করে।
আধা ঘণ্টা সময়ের মধ্যে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নির্যাতিত, নিপীড়িত বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী চাষাড়া বিজয় স্তম্ভ ও ২নং রেল গেইট এলাকায় সমাগত হয়। ২নং রেল গেইট থেকে চাষাড়া পর্যন্ত সমগ্র বঙ্গবন্ধু সড়ক জুড়ে উল্লাসকারী নেতাকর্মী মিছিল চলে।মহাসড়কে অবস্থানকালীন সময়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি নেতারা।
এসময় নগরীর দেওভোগ শেখ রাসেল পার্ক এলাকা থেকে যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির নেতৃত্বে, দেওভোগ আখড়া এলাকা থেকে জাকির খানের পক্ষে বিএনপি নেতা মনির খানের নেতৃত্বে এবং মিশনপাড়া এলাকা থেকে বিএনপি নেতা মাশুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিজয় মিছিলে অংশ নিয়েছে। নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলে মিছিলে জনসমুদ্রে পরিণত হয় বঙ্গবন্ধু সড়ক।