নারায়ণগঞ্জ শহরের এলিট শ্রেণীর ক্লাব হিসেবে পরিচিতঐহিত্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডেহামলা, ভাংচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ জনতা।

গতকাল সোমবার (০৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে ঘটে এ ঘটনা। জানা গেছে, ক্লাবটি ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এমন ঘটনা ঘটেনিকখনোই।

সরেজমিনে দেখা যায়, আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে উল্লাসে ফেটে পড়ে ছাত্র-জনতা। এসময় শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হতে থাকে চাষাড়া এলাকায়। বিজয়ের আনন্দে উল্লাস করতে থাকে তারা।

এরই মাঝে, খবর আসে নারায়ণগঞ্জ ক্লাবে হামলা চালায় শতাধিক বিক্ষুব্ধ জনতা। পরে সেখানে মালামাল ও আসবাবপত্র লুট করে তারা।

সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ ক্লাবের ভিতরে ঢুকে পড়া বিক্ষুব্ধ জনতা ক্লাবের বিভিন্ন রুম ভেঙ্গে সেখানে থাকা ফ্রিজ, এসি, সোফা, চেয়ার, টেবিল, চাল-ডাল, তেল, গ্লাস-প্লেটসহ সকল আসবাবপত্র নিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা।