ত্যাগের মূল্যায়ন: পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছেন সাখাওয়াত

পাশে থাকার ঘোষণা মাসুদ ও আশার

300
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলে সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলে সাখাওয়াত হোসেন খান।

দীর্ঘদিনের ত্যাগ, রাজপথের আন্দোলন আর তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতিদান হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির ধানের শীষের প্রতীক পেলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। দলের দুর্দিনে কাণ্ডারি হিসেবে পরিচিত এই নেতা এবার পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, সাখাওয়াতের এই মনোনয়ন বিগত সময়ের হামলা-মামলা ও নির্যাতনের শিকার ত্যাগী কর্মীদের বিজয়।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে সাখাওয়াত হোসেন খান তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করার পর থেকেই নির্বাচনী আমেজ ভিন্ন মাত্রা পেয়েছে। জানা গেছে, তৃণমূলের অকুণ্ঠ সমর্থন নিয়ে তিনি এবার সর্বশক্তি দিয়ে মাঠে নামবেন।

এদিকে, সাখাওয়াতের মনোনয়নের খবরে দলের ভেতরকার বিভেদ ভুলে ঐক্যের ডাক দিয়েছেন অন্য হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীরা। বিশেষ করে সাবেক এমপি আবুল কালামের পরিবার এবং সদ্য নির্বাচন থেকে সরে এসেও ফের ঘোষণা দেওয়া মাসুদুজ্জামান মাসুদ—উভয়েই ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

দলের সিদ্ধান্তই চূড়ান্ত: মাসুদুজ্জামান
গত কয়েকদিন ধরে নির্বাচন করা না-করা নিয়ে আলোচনায় থাকা মাসুদুজ্জামান মাসুদও দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন। গত মঙ্গলবার তিনি যখন নির্বাচন না করার ঘোষণা দেন, তখনই জানিয়েছিলেন দল যাকে দেবে তার পক্ষে কাজ করবেন। যদিও নেতাকর্মীদের চাপে গতকাল তিনি ফের নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

আজ সকালে নারায়ণগঞ্জ সমাচার-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে মাসুদুজ্জামান বলেন, ‘‘সাখাওয়াত হোসেন খানের মনোনয়নের বিষয়টি আমি এখনো আনুষ্ঠানিকভাবে জানি না। তবে আমার আগের অবস্থানই পরিষ্কার—দল যাকে মনোনয়ন দিবে, আমি তার পক্ষেই কাজ করবো।’’

দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই থাকবো: টিপু
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু জানান, তাকে কেন্দ্র থেকে ডাকা হয়েছে বলে জেনেছি। আমার রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিবেন, আমি সর্বদা সেই সিদ্ধান্তই মানবো। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আনবো।

কথা রাখলেন আবুল কাউসার আশা:
অন্যদিকে, সাবেক এমপি আবুল কালাম ও তার পুত্র আবুল কাউসার আশা পূর্বেই ঘোষণা দিয়েছিলেন, কেন্দ্র থেকে তৃণমূলের কোনো ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়া হলে তারা তার পক্ষে কাজ করবেন। সেই কথার বরখেলাপ করেননি তারা।

শনিবার সকালে নারায়ণগঞ্জ সমাচার-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় আবুল কাউসার আশা বলেন, ‘‘আমরা আগেই বলেছিলাম, তৃণমূল থেকে কাউকে দিলে তার পক্ষে কাজ করবো। যদি দল সাখাওয়াত হোসেন খানকে মনোনয়ন দিয়ে থাকে, তাহলে আমরা তার পক্ষে মাঠে নামবো এবং ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো।’’

সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এবং আশা ও মাসুদের ঐক্যের ফলে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি এবার শক্তিশালী অবস্থানে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করছেন সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।