
নারায়ণগঞ্জ সমাচার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া, মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মহানগর যুবদল।
শুক্রবার (০৭ মে) নগরীর ১৬ নং ওয়ার্ডের দেওভোগে একটি মাদ্রাসায় নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা তুহিন আলী, মহানগর শ্রমিক দল নেতা মো: মনির মল্লিক, মহানগর যুবদল নেতা মো: জাকির হোসেন সেন্টু, মো: রিপন, মো: আলম সরদার, মো: কালাম, মো: মোতালিব হোসেন, মো: রুবেল, মাহবুবুল আলম সুমন, মো: নয়ন, মো: সুজন প্রমুখ।
দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মোয়াজ্জেম হোসেন মন্টি বলেন, করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। কর্মহীন ও সহায় সম্বলহীন মানুষ অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। বিভেদ ও অনৈক্য পেছনে ফেলে দেশরক্ষার আন্দোলনে সামিল হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, পদ-পদবীর জন্য বিভাজন নয়, বরং বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে ত্যাগীদেরও মূল্যায়ন করতে হবে।
তিনি আরও বলেন, সারা বিশ্ব জানে বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অবৈধ এ সরকার ক্ষমতায় থাকতে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। শীঘ্রই আন্দোলনের মাধ্যমে এ জালেম সরকারের হাত থেকে দেশকে মুক্ত করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু, করোনার ভয়াবহতা থেকে পরিত্রাণসহ মুসলিম উম্মার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।