কিশোর গ্যাং সমাজের বিষফোঁড়া – অতি: পুলিশ সুপার শফিউল

30

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে সদর থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম।

এসময় তিনি বলেন, কিশোর গ্যাং হচ্ছে বর্তমানে সমাজের বিষফোঁড়া। কিশোর গ্যাং, মাদক, বাল্য বিবাহ সকল বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। যেখানে যেখানে জুয়া খেলা হয়, সেসব জায়গায় অভিযান চালাতে হবে। তথ্য দিয়ে সহযোগীতা করার অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পুলিশ বাহিনী বেশ তৎপর রয়েছে। জনগনের দোরগোড়ায় সেবা নিয়ে যেতে হবে। সেবার মধ্য দিয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে আমাদের।

রাত ১০ টার পরে বাইরে থাকতে নিষেধ করে তিনি বলেন, রাতে ১০টার পরে যদি কিশোরদের কেউ বাইরে থাকে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। সদুত্তর দিতে না পারলে অভিভাবকদের ডেকে মুচলেকা দিয়ে ছেড়ে দিবেন। যাতে মানুষ বুঝে যে, পুলিশ কাজ করছে।

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ শাহজামানের বলেন, আমরা চেষ্টা করেছি মানুষকে নুন্যতম সেবা দেয়ার জন্য। থানায় কোনো সেবা নিতে গিয়ে কাউকে কোনো পয়সা দিবেন না। আমারাও নিবো না। যদি কোনো দালাল চক্র বা অন্য কেউ টাকা-পয়সা চায় তাহলে আমাদের জানাবেন, আমরা কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নিবো।

সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক’ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।