
নারায়ণগঞ্জ সমাচার:
মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেছেন, জনগনের ট্যাক্সের টাকায় কাজ করেন, আর বলেন এটা আমার উন্নয়ন, আমার কাজ। আধুনিক নারায়ণগঞ্জ গঠনের জন্য একটি উন্নত পরিকল্পনার দরকার। এই ১৮ বছরে আমরা সেই পরিকল্পনা দেখি নাই। আমরা পরিবর্তন চাই।
নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, উন্নয়নের রূপকার জননেতা শামীম ওসমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলস পরিশ্রশ করে যাচ্ছেন। প্রায় ১০ হাজার কোটি টাকার উপরে উন্নয়ন প্রকল্প তিনি বাস্তবায়ন করেছেন। কাজ করে যাচ্ছেন দিনের পর দিন, একটি আধুনিক, সুপরিকল্পিত নগর গঠনের জন্য।
১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওয়ার্ডের গোয়ালপাড়া মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রিয়াদ বলেন, এই শহর নাকি উন্নয়নের জোয়ারে ভাসছে? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই শহর যদি উন্নয়নের জোয়ারে ভাসে, তাহলে বৃষ্টি হলে তোলারাম কলেজ, মহিলা কলেজ, গোয়ালপাড়া, পালপাড়া, নন্দীপাড়া এলাকায় বৃষ্টি হলে হাটু পর্যন্ত পানি কেন? আসলে গত ১৮ বছরে আমরা আধুনিকতার ছোয়ায় কোনো উন্নয়ন পাই নাই। ড্রেন, কালভাট, রাস্তা করলেই কি একটি আধুনিক উন্নয়নের শহর হয়ে যায়? এই শহরের উন্নয়নের পরিকল্পনা কি, তা আমরা জানি না। আমাদেরকে কিছুই জানানো হয় না।
তিনি বলেন, সামনে অনেক বড় বড় ধাক্কা আসতেছে। জননেতা শামীম ওসমান বার বার বলেছেন, জননেত্রী শেখ হাসিনার উপর কোনো ধাক্কা আসলে, নারায়ণগঞ্জের উপর কোনো ধাক্কা আসলে, আওয়ামীলীগের উপর কোনো ধাক্কা আসলে সবাইকে একত্রিতভাবে মোকাবেলা করতে হবে। তাই সবাইকে বলবো মোকাবেলার জন্য আপনারা প্রস্তুত হন।
তিনি বলেন, ওয়ার্ড আওয়ামীলীগ শক্তিশালী হবে, যদি ওয়ার্ডের ছাত্রলীগ শক্তিশালী হয়। আজকে প্রমাণিত হয়েছে ১৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ শক্তিশালী। অয়ন ওসমানের নেতৃত্বে এই ছাত্রলীগ কাজ করে যাচ্ছে এবং পরিচ্ছন্ন ছাত্ররাই ছাত্রলীগে নেতৃত্ব দিচ্ছে। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে।
কোনো বিতর্কিত ভুমিকায় আমরা কেউই ছাত্রলীগকে দেখতে চাই না। জননেতা শামীম ওসমান বার বার একটি কথা বলে দিয়েছেন, বিতর্কিত ভুমিকায় যেই আসবে তাকেই তোমরা বহিস্কার করো, তাকে ছাত্রলীগে রাখা যাবে না।