
নারায়ণগঞ্জ সমাচার:
একটা দু:খের কথা বলতে চাই, জেলা পরিষদের চেয়ারে যারা বসে, যারা বসছে, তাদের চেয়ারে বসা থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু ছাত্রলীগের একটা ভুমিকা আছে। সেই আনন্দ র্যালি থেকে শুরু করে, সেই ১/২ বছর তাদের পিছনে পিছনে ঘুরে বিভিন্ন জায়গায় কর্মীসভা করা সবকিছুতেই কিন্তু ছাত্রলীগের ভুমিকা আছে। কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।
১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওয়ার্ডের গোয়ালপাড়া মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রিয়াদ বলেন, কিন্তু তারপরও সেই চেয়ারা বসা নেতারা ছাত্রলীগের বদনাম বলে, ছাত্রলীগকে তারা কোনোভাবেই সহযোগীতা করেনা।
তিনি বলেন, ওয়ার্ড আওয়ামীলীগ শক্তিশালী হবে, যদি ওয়ার্ডের ছাত্রলীগ শক্তিশালী হয়। আজকে প্রমাণিত হয়েছে ১৪ নং ওয়ার্ডের ছাত্রলীগ শক্তিশালী। অয়ন ওসমানের নেতৃত্বে এই ছাত্রলীগ কাজ করে যাচ্ছে এবং পরিচ্ছন্ন ছাত্ররাই ছাত্রলীগে নেতৃত্ব দিচ্ছে। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে।
কোনো বিতর্কিত ভুমিকায় আমরা কেউই ছাত্রলীগকে দেখতে চাই না। জননেতা শামীম ওসমান বার বার একটি কথা বলে দিয়েছেন, বিতর্কিত ভুমিকায় যেই আসবে তাকেই তোমরা বহিস্কার করো, তাকে ছাত্রলীগে রাখা যাবে না।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল।
আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সদস্য মাসুম আহমেদ, ফতুল্লা থানা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর জাকারিয়া জাকির, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর মহিলালীগ সভাপতি ইসরাত জাহান স্মৃতি প্রমুখ।