
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেছেন, গত ১৮ বছরে নগরীতে আমরা সুপরিকল্পিত কোনো উন্নয়ন দেখি নাই। দেখেছি অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নগরায়ন করা হয়েছে।
১৩ নং ওয়ার্ডের কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়ার্ডের গলাচিপা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রিয়াদ বলেন, কিছুদিন পূর্বে শহর থেকে পানি নেমে মাসদাইরে গিয়ে জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিলো। তখন নাসিকের পক্ষ থেকে একটি ভাসমান ভেকু আনা হয়েছে। আর ঐ দালালরা দালালি করে বলছে মেয়র নাকি জলাবদ্ধতার নিরসন করেছেন। একটি ভেকু দিয়ে কি জলাবদ্ধতা নিরসন করা যায় আপনারাই বলেন।
ঐ দালালরা যখন দরকার হয় বিএনপির দালালি করে, যখন দরকার হয় মেয়রের কাছে গিয়ে দালালি করে। তিনি বলেন, আসলে সংসদ সদস্য শামীম ওসমান ১৩’শ কোটি টাকার বরাদ্দ এনে জলাবদ্ধতা নিরসন করতে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, এই ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ বিএনপির প্রার্থী বিভিন্নভাবে, বিভিন্ন কারণে জয় হয়। এটা আমাদের দলীয় ব্যর্থতা হতে পারে, কারণ যেখানে আওয়ামীলীগ এতো সুসংগঠিত, সেখানে কেন বিএনপির প্রার্থীকে বিজয়ী করা হবে? আগামীতে যখন নির্বাচন হবে, তখন আমরা চাই বিএনপির কোনো প্রার্থীকে যাতে সুযোগ দেয়া না হয়। আমরা চাই এই ওয়ার্ডে আওয়ামীলীগের একজন প্রার্থীকে।
মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সভাপতিত্বে ও জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, আওয়ামীলীগ নেতা এহসানুল হক নিপু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।