
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, ত্বকী, চঞ্চল, আশিকসহ যে কোনো খুন হলেই ওসমান পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে। কিন্তু বাবুরাইলে ডাবল মার্ডার মামলার আসামী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের স্বামী হাসান। ডাবল মার্ডারের সাথে জড়িত হাসান, তার গ্রেফতার দাবি করেন। কিন্তু আপনি ( মেয়র আইভী) সেই দাবি করবেন না আমরা জানি। কারণ আপনি খুনীদের আড়াল করার চেষ্টা করছেন। খুনীদের আড়াল করাও অপরাধ, কি কারণে আড়াল করছেন সেটা আপনার ব্যাপার।
২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ওয়ার্ডের পৌরসভার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
খোকন সাহা বলেন, গতকাল দেখলাম সিটি কর্পোরেশনের বাজেট হয়েছে। সেখানে আওয়ামীলীগের কাউকে দাওয়াত দেয়া হয় নাই। হয়তো প্রয়োজন নাই, তাই দাওয়াত দেয় নাই। তবে, যে সব মুখ দেখলাম, ২০১৪ সালের আগুন সন্ত্রাসে তাদের অনেকেই জড়িত।
তিনি আরও বলেন, মেয়র সেইভ করার চেষ্টা করলেন সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবালকে। ইকবাল নাশকতা করলেন লিংক রোডে। সিসিটিভির ফুটেজ দেখে গোয়েন্দা সংস্থা ইকবালকে ধরলো। তার নামে মামলা হলো, তাকে গ্রেফতার করা হলো। ইকবালের যন্ত্রণায় সিদ্ধিরগঞ্জে আমাদের আওয়ামীলীগের নেতাকর্মীরা থাকতে পারেনি বিএনপির আমলে। ইকবালের জন্য উনি সাফাই গাইলেন, না না ইকবাল এ ধরনের কাজ করতে পারে না। খুব ভালো মানুষ। উনি (আইভী) এখন আগুন সন্ত্রাসীদের সার্টিফিকেট দিচ্ছেন। তাহলে কি গোয়েন্দা সংস্থা ধরলো? যারা ধরলো তারা ভুল? আমরা তো মামলা দেই নাই, মামলা দিছে প্রশাসন।
তিনি আরও বলেন, কোথায় নামায় নিয়ে আসলেন? আমাদের গৌরবোজ্জ্বল সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, আনসার যারা জঙ্গিবাদ দমনের জন্য মাঠে নেমেছে। তাদের খাটো করে দিলেন।
এছাড়া অনুষ্ঠানের শেষাংশে সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানকে আগামী নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী ঘোষণা করেন। তিনি বলেন, এখানে অন্য কোনো প্রার্থী না থাকায় কাউন্সিলর দুলালকেই আবারো আওয়ামীলীগের সমর্থন দিলাম।