১৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগের কর্মীসভা

41

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডে মহানগর আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওয়ার্ডের পাক্কারোড স্কুলমাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদুর রহমান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল।

সভায় ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল বলেন, সিটি কর্পোরেশনের ৩৬ জন কাউন্সিলরের মধ্যে ২২ জনই আওয়ামীলীগের, তারপরও প্যানেল মেয়র কেন বিএনপির কেন?

খোকন সাহা বলেন, স্বায়ত্বশাষিত একটি প্রতিষ্ঠানের একজন বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আমরা নাকি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করি। চন্দন শীলের দুই পা’ই প্রমাণ করে কারা জঙ্গির পৃষ্ঠপোষকতা করে। এই বিচারের ভার আপনাদের হাতে, আওয়ামীলীগের নেতাকর্মীদের হাতে দিলাম।

তিনি আরও বলেন, ৩৬ জন কাউন্সিলরের মধ্যে ২২ জন আওয়ামীলীগের। তারপরও প্যানেল মেয়র কেন বিএনপির এই প্রশ্ন মেয়রের কাছে করেন।

চন্দন শীল বলেন, ১৯৭৫ সালে যেমনিভাবে সবাই আওয়ামীলীগার হয়ে গিয়েছিলো, খুনী মোস্তাকও সেইদিন বঙ্গবন্ধুর পায়ে ধরেছিলেন বাকশালের সদস্য হওয়ার জন্য। তেমনিভাবে আজ আবারও সবাই আওয়ামীলীগার হয়ে গেছেন। অনেক ষড়যন্ত্র হচ্ছে আমরা বুঝতে পারছি। এই মাত্র শুনলাম, আমাদের মেয়র, আমাদের নেতা তিনি নাকি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, আওয়ামীলীগের নেতাকর্মীদের মূল্যায়ন করেন না। আরে আমরা কি কিছু চাওয়া-পাওয়ার জন্য রাজনীতি করি নাকি?

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দিবেন, সে যেই হোক আমরা নেত্রীর নির্দেশ মতো কাজ করবো। শুধু বেঈমানী করবেন না।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানির সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহর যুবলীগের সভাপতি শাহাদ্ৎ হোসেন সাজনু, মহানগর ছাত্রলীগরর সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন প্রমুখ।