মাদক বিক্রেতাদের বাড়ি ভাড়া দিলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

20

নারায়ণগঞ্জ সমাচার:

মাদক ব্যবসায়ী, মাদকাসক্তদের বাসা ভাড়া দিবেন না। একথা আমি আগেও বলেছি আবারও অনুরোধ করলাম। যদি জেনে শুনে কেউ মাদকের সাথে জড়িতদের বাসা ভাড়া দেন, আমরা খবর পেলে ঐ বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং সহ সকল অপরাধীদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। একইসাথে থানায় জিডি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভেরিফিকেশনে কোনো টাকা লাগেনা বলেও বিস্তারিত আলোচনা করেন তিনি।

ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামানের সভাপতিত্বে ওপেন হাউজ ডে তে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক (আইজিপি পদক প্রাপ্ত) মোস্তফা কামাল, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কাশিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার, কাশিপুর ইউপির সাবেক মেম্বার দুলাল, জেলা শ্রমিকলীগের হুমায়ন কবির প্রমুখ।