
নারায়ণগঞ্জ সমাচার:
মুলদল, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর একাংশের নেতৃবৃন্দদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে চাষাড়ায় রাইফেলস ক্লাবের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
সভায় শামীম ওসমান বলেন, দেশে আবারো ষড়যন্ত্র শুরু হবে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। যাতে করে এক ডাক দিলেই আমরা লক্ষ লোকের সমাগম ঘটিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে পারি। এ লক্ষ্যে আগামী ১০ তারিখ থেকে প্রতিদিন শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জে ৩টি করে কর্মীসভা করতে হবে। এসব কর্মী সভায় ভালো মানুষদের রাখবেন। যাদের গোড়া শক্ত, পায়ের নীচে মাটি আছে তাদেরকে রাখবেন।
তিনি আরও বলেন, আমরা ভালো কর্মী চাই। যারা প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকবে। যারা দলের জন্য বোঝা হবে, যারা দলের নাম বিক্রি করে চলবে, ভুমিদস্যুতা করবে, পরের জমি দখল করবে, হোক সেটা হিন্দু সম্পত্তি বা মুসলমানদের সম্পত্তি, বিশাল বিশাল বিল্ডিংয়ের মালিক হবে, আমরা এমন নেতাকর্মী চাই না। আমরা তাদের বর্জন করবো।
শামীম ওসমান নির্বাচনের বিষয়ে বলেন, আমার আজকের বিষয় নির্বাচন নয়। নির্বাচনে কে পাশ করবে, কে চেয়ারম্যান হবে, কে মেয়র, কে কাউন্সিলর হবে সেটা পরে দেখবো। এখনো অনেক সময় আছে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড: খোকন সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড: আবু হাসনাত মো. শহিদ বাদল, বীর মুক্তিযোদ্ধা সামিউল্লাজ মিলন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, খসরু, এড: ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখারুল আলম খোকন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম।
এতে আরও উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সভাপতি মুহাম্মদ মোহসীন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, নাসিকের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নাজমুল আলম সজল, বর্তমান সভাপতি মো. জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক ও নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।