
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান বলেন, যদি আমি কোনো ভু্লভ্রান্তি করে থাকি তাহলে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। ভুলগুলো শুধরানোর জন্য আমাকে আর একবার সুযোগ করে দিয়েন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ভোটার ও সাধারণ জনগনের কাছে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শনিবার (৩০ অক্টোবর) বিকেলে ১৮ নং ওয়ার্ডের শহীদনগর এলাকার ৩ নং গলিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিভা হাসান বলেন, গতকাল এই শহীদনগর এলাকায় একটি পানির সাবমারসিবল বসানো নিয়ে যা হয়েছে এতে আমার কোনো হাত নেই। যারা এখানে গতকাল এসেছিলো দেখতে তাদেরকে আপনারা যেভাবে লাঞ্ছিত করেছেন, আমি ভিডিওতে দেখেছি। অনেকে আবার এ বিষয়ে আপনাদের ভুল বোঝাচ্ছে। আমরা মা-বোনরা একটু সহজ-সরল মন। মেয়র মহোদয় শুধু আমাকে বলেছে দেখতে যে, সাবমারসিবল বসানোর অনুমোদন নেয়া হয়েছে কিনা? আমরা শহীদ নগর এলাকায় কিন্তু ৪৪টি সাবমারসিবল বসিয়েছি। আমি জামতাম না এখানে পানির এতো সমস্যা জানলে আমি অবশ্যই মেয়র মহোদয়কে বলে একটি সাবমারসিবল মটর বসিয়ে দিতাম এখানে।
তিনি আরও বলেন, আমার তিনটা ওয়ার্ড ১৬, ১৭ ও ১৮। আমি তিনটি ওয়ার্ডেই চেষ্টা করি কাজ করার জন্য। কতটুকু করতে পেরেছি তা আপনারা বলতে পারবেন। তবে একটি কুচক্রী মহল আমার কাজে ঈর্ষান্বিত হয়ে প্রথমে আমাকে কয়েকবার হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। কিন্তু বারবার তারা ব্যর্থ হয়েছে। অবশেষে আমার সাথে না পেরে আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ নগরে যে ডাম্পিং আছে সেটা স্থায়ী ডাস্পিং না। ডাম্পিং এর জন্য সিটি কর্পোরেশন থেকে জায়গা একোয়ার করা হয়েছে। শীঘ্রই ডাস্পিং এখান থেকে স্থানান্তরিত করে নেয়া হবে।
অনুষ্ঠানের শেষাংশে তিনি উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আরো একবার নির্বাচনে জয়লাভের সুযোগ চান।
উঠান বৈঠকে শহীদনগর সমাজের সভাপতি আনোয়ার হোসেন মাদবর, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মনির হোসেন, এড. হাবিবুর রহমান আরমান,স্থানীয় পঞ্চায়েতসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ সকলেই উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আসন্ন নির্বাচনে আবারো বিভা হাসানকে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।