
নারায়ণগঞ্জ সমাচার:
আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদ বলেন, যিনি নৌকার প্রার্থী হয়েছেন আসলে তিনি নৌকার প্রার্থী ছিলেন না। আমাদের বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান ছিলেন নৌকার প্রার্থী। যে কোনো কারণে, অদৃশ্য শক্তির ইশারায় মনোনয়ন জমা দেয়ার ঠিক ২ দিন আগে উনি আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন। উনি আওয়ামীলীগের কেউ না। উনি বাংলাদেশ আওয়ামীলীগের কোনো পদ-পদবীতে নাই।
নির্বাচনকে সামনে রেখে ভোট প্রার্থনা ও গণসংযোগ শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বুধবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় আলীরটেক ইউনিয়নের কুড়ের পাড়সহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন সায়েম আহমেদ।
তিনি বলেন, তারপরও উনি নৌকা প্রতীক পেয়েছেন, উনি উনার নির্বাচন করবেন এতে আমাদের কোনো সমস্যা নাই। আমি আওয়ামীলীগের একজন কর্মী।এই এলাকায় যারা ৪০ বছর ধরে আওয়ামীলীগ করেন তারা আমার পাশে আছে। কিন্তু দু:খের বিষয় আমরা নৌকা প্রতীক পাই নাই। আমাদের এলাকার মানুষের দাবী, ৪৫ বছর যাবৎ আমাদের কোনো চেয়ারম্যান নাই। তাদের দাবী আমাদের এলাকার একজন প্রার্থী হউক, আমাদের উন্নয়নে অবদান রাখুক। আমাদের ভাগ্যের পরিবর্তন করুক, তাই আমি তাদের চাওয়া-পাওয়াকে পূরণ করার জন্য প্রার্থী হয়েছি।
তিনি আরও বলেন, আসলে আগে যারা চেয়ারম্যান হয়েছেন বা যারা হতে চাচ্ছেন তারা কেউ মানুষের উন্নয়ন চায় না। তাদের একটা পরিচিতি দরকার, তাদের একটা ক্ষমতা দরকার, তাদের একটা চেয়ার দরকার। তাই তারা অনেক অর্থের বিনিময়ে, উপর মহলে বিভিন্ন টাকা দিয়ে তারা আজ নৌকার প্রার্থী। যারা জামাত করে, হেফাজত করে তারাও এখন নৌকার প্রার্থী।