
নারায়ণগঞ্জ সমাচার:
আগামী নির্বাচনে জয়ী হলে সকল প্রাইমারী ও হাইস্কুল আধুনিকায়ন, টেকনিক্যাল কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট প্রশস্ত করাসহ ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আলীরটেক ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সায়েম আহমেদ।
গণসংযোগ শেষে এমন বক্তব্য দেন তিনি৷
তিনি বলেন, সকলের দোয়া, ভালোবাসা, সমর্থন ও ভোটের মাধ্যমে যদি আমি নির্বাচিত হই তাহলে ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করবো। প্রথমত আমি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ড পঞ্চায়েত করবো। যাতে ইউনিয়নে কোনো মাদক, সন্ত্রাস না থাকে সেই ব্যবস্থা করবো।
কাঠামোগত দিক দিয়ে যে সকল উন্নয়ন করবো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমার এলাকার প্রতিটি রাস্তাকে প্রশস্ত করবো, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী উন্নয়ন করা হবে। আব্দুল্লাহপুর দিয়ে একটি ব্রীজ করবো, ধলেশ্বরী নদী দিয়ে ব্রীজ হবে, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করবো, একটি মিনি স্টেডিয়াম করবো, প্রতিটি প্রাইমারী স্কুলকে আধুনিকায়ন করবো, স্কুলের শিক্ষার্থীদের প্রত্যেককে বিনামূল্যে ড্রেস দিবো। অন্তত পক্ষে ৩০ বেডের একটি সরকারি হাসপাতাল করবো।
এছাড়া, বেকার ছেলেদের জন্য টেকনিক্যাল ইন্সটিটিউট বা টেকনিক্যাল কলেজ করবো। আলীরটেকে দুইটা হাইস্কুল আছে। মুক্তারকান্দি স্কুলের অবস্থা কিছুটা ভালো, কিন্তু অপর স্কুলটির অবস্থা খুব একটা ভালো না। কারণ ভালো শিক্ষক নাই, ভালো পরিচালনা কমিটি নাই। আমি জয়ী হলে স্কুলটিকে আধুনিকায়ন করবো। ডিক্রিরচরেও কোনো উন্নয়ন হয় নাই, আমি সর্বস্তরের উন্নয়ন করবো।