
নারায়ণগঞ্জ সমাচার:
আগামী ১১ই নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের ৮৪৭ টি ইউনিয়ন পরিষদের সাথে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের নির্বাচন। সেই হিসাবে ভোট গ্রহনের বাকী আর মাত্র ৭ দিন। ফলে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। এর মধ্যে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মো. সায়েম আহমেদ। ভোটারদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকেলে আলীরটেক ইউনিয়নে গিয়ে দেখা যায় এমনই চিত্র। এদিন ইউনিয়নের গোপচর এলাকা থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গণসংযোগে উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ। এসময় ভোটারদের কাছ থেকে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন সায়েম আহমেদ। কখনো ভোটারদের পায়ে হাত দিয়ে সালাম করছেন, কখনো আবার করমর্দন করে, কখনো বা গলায় জড়িয়ে ভোট চাচ্ছেন এলাকাবাসীর কাছ থেকে এবং নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি।
ভোটাররাও তাকে বুকে আগলিয়ে নিচ্ছেন, কেউ কেউ মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন, কেউ আবার বলছেন জয়ী হলে ড্রেন নির্মাণ সহ উন্নয়নে নানা কাজ করে দিতে হবে।
এখানেই শেষ নয়, অনেকে আবার আবেগে আপ্লুত হয়ে বলছে, বাবা তোমার কারণেই আমরা দীর্ঘদিন পর এই ইউনিয়নে ভোট দিতে পারবো। তাই অবশ্যই ভোটটা আমরা তোমাকেই দিবো। কিন্তু জয়ী হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
এসময় কথা হয় এক ভোটারের সাথে। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দুইজন চেয়ারম্যান প্রার্থীর কারণে বারবার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছিল আলীরটেক ইউনিয়নবাসী। এবারও সেই অবস্থা হতে চলেছিলো। তবে, তরুন প্রার্থী সায়েম আহমেদের কারণে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। স্বাভাবিকভাবেই তাই আমাদের ভোট আমরা আনারস মার্কায় ভোট দিয়ে সায়েম আহমেদকে জয়ী করবো।