আলীরটেক ইউপিতে সায়েম আহমেদ’র জয় জয়কার

14

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণার শীর্ষে অবস্থান করছেন তরুন সমাজ সেবক সায়েম আহমেদ।

সরেজমিনে দেখা যায়, সায়েম আহমেদ আলীরটেক ইউনিয়নের প্রতিটি ভোটারের বাড়িতে বাড়িতে হাটে বাজারে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে চায়ের দোকানে গিয়ে সকলের কাছে তার ভবিষ্যৎ সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন এবং তাকে নির্বাচিত করে আলীরটেককে একটি আদর্শ ইউনিয়ন হিসাবর গড়ে তোলার ইচ্ছে প্রকাশ করেছেন। বর্তমানে তিনি একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে তার অবস্থান ধরে রেখেছেন।

এ বিষয়ে সায়েম আহমেদ বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ড পঞ্চায়েত করবো। যাতে ইউনিয়নে কোনো মাদক, সন্ত্রাস না থাকে সেই ব্যবস্থা করবো। আমার এলাকার প্রতিটি রাস্তাকে প্রশস্ত করবো, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী উন্নয়ন করা হবে।

আব্দুল্লাহপুর দিয়ে একটি ব্রীজ করবো, ধলেশ্বরী নদী দিয়ে ব্রীজ হবে, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করবো, একটি মিনি স্টেডিয়াম করবো, প্রতিটি প্রাইমারী স্কুলকে আধুনিকায়ন করবো, স্কুলের শিক্ষার্থীদের প্রত্যেককে বিনামূল্যে ড্রেস দিবো। অন্তত পক্ষে ৩০ বেডের একটি সরকারি হাসপাতাল করবো।

বেকার ছেলেদের জন্য টেকনিক্যাল ইন্সটিটিউট বা টেকনিক্যাল কলেজ করবো। আলীরটেকে দুইটা হাইস্কুল আছে। মুক্তারকান্দি স্কুলের অবস্থা কিছুটা ভালো, কিন্তু অপর স্কুলটির অবস্থা খুব একটা ভালো না। কারণ ভালো শিক্ষক নাই, ভালো পরিচালনা কমিটি নাই। আমি জয়ী হলে স্কুলটিকে আধুনিকায়ন করবো। ডিক্রিরচরেও কোনো উন্নয়ন হয় নাই, আমি সর্বস্তরের উন্নয়ন করবো।