
নারায়ণগঞ্জ সমাচার:
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় দেশের ৮৪৭টি ইউনিয়ন পরিষদের সাথে একযোগে অনুষ্ঠিত হবে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার ও বর্তমান মেম্বার প্রার্থী মীর জাকারিয়া জাকিরের পক্ষে তাক লাগানো গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বৃদ্ধ থেকে শুরু করে তরুণ-যুবকসহ দলমত নির্বিশেষে হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।
শুক্রবার (০৫ নভেম্বর) বিকেলে প্রার্থীর বাড়ির সামনে থেকে মিছিলটি বের হয়ে ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা, এলাকা প্রদক্ষিণ করে। মীর জাকারিয়া জাকিরসহ সমর্থকদের হাতে তার নির্বাচনী প্রতীক ফুটবল দেখা যায়।
এসময় পুরো ওয়ার্ডে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটার-সমর্থকদের সকলেই ফুটবল, ফুটবল বলে ভোট চাইতে থাকে। এছাড়া “জাকির ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক” এ ধরনের নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে চারদিক।
একইসাথে স্থানীয়রাও জাকির’র এই মিছিলকে সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জাকিরকে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে, জুম্মার নামাজ শেষে ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা থেকে ভোটার ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে মীর জাকারিয়া জাকিরের বাড়ির সামনে এসে জড়ো হতে থাকে।