“ঐ চোর যেন গ্রামে ঢুকতে না পারে” দেলোয়ারকে উদ্দেশ্য করে কাজিম

55

নারায়ণগঞ্জ সমাচার:

বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কলাগাছিয়া ইউপির নৌকার প্রার্থী কাজিম উদ্দিন প্রধান বলেছেন, ১১ তারিখ সকাল থেকে কেন্দ্রে গিয়ে আপনার ভোট আপনি নিজে দিবেন, ভোট দিতে গিয়ে কেউ কোনো বাধার সম্মুখীন হবেন না। যদি কেউ বাধার সৃষ্টি করে, তাহলে সেদিন হবে আমাদের খেলা। একেএম শামীম ওসমান বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে। জনগন যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। আপনারা সকলে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকবেন, যাতে করে ঐ চোর যেন গ্রামে ঢুকতে না পারে।

কল্যান্দিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন নৌকা প্রতীকের এ প্রার্থী।

রবিবার (০৭ নভেম্বর) বিকেলে কল্যান্দি এলাকার পিয়ার সাত্তার লতিফ হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে তিনি বলেন, এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন কলাগাছিয়া ইউনিয়নের জনসাধারণ, মা, ভাই-বোনদের মুক্তির নির্বাচন। এই নির্বাচনে শোষক, শাসকদের বিরুদ্ধে আমাদের মা, ভাই-বোনেরা ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠেছে।

বন্দর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক বর্ষিয়ান নেতা হাবিবুর রহমান সিরাজ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান নেতা আবদুল হাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, জাতীয় শ্রমিকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মোত্তালিব হাওলাদার।