
নারায়ণগঞ্জ সমাচার:
জেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ আবদুল হাই বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কলাগাছিয়ায় নৌকা দিয়ে কাজিম ভাইকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন আপনাদের কাছে। ১১ তারিখ নৌকায় ভোট দিলে সেই ভোট পাবে আমাদের নেত্রী শেখ হাসিনা। কিসের লাঙ্গল, লাঙ্গল তো নেত্রীর ছায়াতলে আছেন। নেত্রী যদি তাদের উপর থেকে হাত তুলে নেয় তাহলে কোথায় যাবে এই লাঙ্গল। আরে বিএনপি তো ৬ সিট পাইছে, লাঙ্গল ২টাও পাইবো না।
কলাগাছিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিনের উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (০৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের কল্যান্দি এলাকার পিয়ার সাত্তার লতিফ হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, নৌকা কিন্তু কোনো হাবিজাবি মার্কা নয়। এই মার্কা স্বাধীণতার মার্কা, জাতির জনক বঙ্গবন্ধুর মার্কা, বাংলাদেশ আওয়ামীলীগের মার্কা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা। এই মার্কা নিয়েই তিনি পরপর ৩ বার প্রধানমন্ত্রী হয়েছেন।
তিনি আরও বলেন, যদি আপনারা উন্নয়ন চান তাহলে কাজিম ভাইকে নৌকায় ভোট দিবেন। রাস্তা, স্কুল-কলেজে উন্নয়ন হবে। যদি নির্বাচনে কোনো অনিয়ম হয় তাহলে প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দিবো।
বন্দর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক বর্ষিয়ান নেতা হাবিবুর রহমান সিরাজ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, জাতীয় শ্রমিকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মোত্তালিব হাওলাদার, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা প্রমুখ।