কাউন্সিলর কবিরের প্যাকেজ ভেলকি বাজি!

350

নারায়ণগঞ্জ সমাচার:

নির্বাচনকালীণ ৫ বছরে উন্নয়নে তেমন কোনো অবদান না রাখা জনপ্রতিনিধিগুলো নির্বাচন আসলেই মানুষের কাছে যাবার নানা কৌশল অবলম্বন করে। তারা এ কৌশল করে মূলত আবারো জয়ী হতে বা জনগনকে আবারো ঠকাতে। এ সকল কৌশলকে অনেকে আবার ভেলকি বাজিও বলে থাকেন। আর যারা এ ভেলকিবাজি করেন তাদেরকে বলা হয় ভেলকিবাজ জনপ্রতিনিধি।

তেমনই একজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, এমনটাই দাবি ওয়ার্ডবাসীদের। ওয়ার্ডবাসীদের মতে, ২০১৬ থেকে ২০২১ এ পাঁচ বছরে এলাকার উন্নয়নে জোরালো কোনো অবদান রাখতে পারেন নি কবির হোসাইন। শুধু উন্নয়ন নয় ওয়ার্ডবাসীর সাথেও খুব একটা সম্পৃক্ততা ছিলো না তার। জন্ম সনদ, মৃত্যু সনদ সহ সকল নাগরিক সুবিধা পেতে বেশ বেগ পোহাতে হয় সাধারণ জনগনকে। অনেক সময় তাকে না পেয়ে সরাসরি সিটি কর্পোরেশনে গিয়ে এসব কাজ করাতে হয় তাদের।

এছাড়া, মসজিদের টাকা নিয়ে দ্বন্দসহ তার ভাই নেওয়াজের অটোস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ড থেকে চাঁদা তোলাসহ বেশ কয়েকটি বিতর্কিত কর্মকান্ডে সরাসরি মদদ দেয়ার ফলে জনসাধারণের সাথে অনেকটা দূরত্ব তৈরি হয় এ কাউন্সিলরের এমনটাই জানায় ওয়ার্ডবাসীরা।

এদিকে, সিটি কর্পোরেশন নির্বাচনের নিয়ম অনুযায়ী কিছুদিনের মধ্যেই ঘোষিত হতে যাচ্ছে নির্বাচনী তফসিল। আর তাই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাস্তায় বসে নাগরিক সুবিধার বিভিন্ন কাগজে সই করতে দেখা যাচ্ছে কাউন্সিলর কবিরকে, এছাড়া আজ থেকে প্রতি শুক্রবার বিনামূল্যে ডায়াবেটিস, প্রেসার ও ওজন পরীক্ষার ব্যবস্থা করেছেন এলাকাবাসীর জন্য। আর এসব উদ্যোগকে প্যাকেজ ভেলকিবাজি বলে অভিহিত করেছেন ওয়ার্ডবাসীরা।

তবে ওয়ার্ডবাসীরা জানান, এবার আর এসব ভেলকিবাজিতে কোনো কাজ হবে না। গত ৫ বছরে দেখি নি আমাদের সাথে বসে কথা বলতে বা এলাকার মানুষের সমস্যার খোঁজ নিতে, আর উনি এখন রাস্তায় বসে সই করে, বিনামূল্যে চেক আপের ব্যবস্থা কতো কিছু করে। আমরা এইসব ভন্ডামি বুঝি।

তারা বলেন, গত নির্বাচনে আমরা যে ভুল করেছিলাম, এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি হবে না। যে লোকটি সবসময় আমাদের জন্য নিবেদিত প্রান হয়ে কাজ করে, সর্বদা আমাদের সাথে মিশে থাকে, তাকেই আমরা ভোট বিপ্লবের মাধ্যমে জয়ী করে আনবো ইনশাআল্লাহ।

নির্বাচনকে সামনে রেখে শুরু হওয়া বিনামূল্যের এ চিকিৎসা সেবা কতদিন চলমান থাকবে এই বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর কবির বলেন, এটা কি বলা যায় কতোদিন চলবে?

গত পাঁচ বছরে এ ধরনের কোনো কর্মসূচী হাতে না নিলেও হঠাৎ করে নির্বাচনের আগ মুহুর্তে আজ থেকে এ কর্মসূচী চালু করলেন, এ কথার উত্তরে কবির হোসাইন বলেন, এটা একটা প্রশ্ন হলো? কতোদিন চলবে এটা কিভাবে বলবো? নির্বাচনের আগে পরে নাই, যতোদিন পারি চালাবো। তিনি আরও বলেন, এ শুক্রবারেও শেষ হয়ে যেতে পারে।