
নারায়ণগঞ্জ সমাচার:
বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় উপ-কমিটিতে সদস্য সচিব নির্বাচিত হয়েছে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল (ভিক্টোরিয়া হাসপাতাল)’র কর্মচারী ও সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সাউদ নূর-এ-শফিউল কাদের।
গত ১৭ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রত্যেক বিভাগে একটি করে উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটিতে একজন আহবায়ক, সদস্য সচিব ও ৫ জনকে সদস্য নির্বাচিত করা হয়।
কেন্দ্রীয় কমিটি কর্তৃক এক লিখিত বিবৃতিতে উল্লেখ করা হয়, সংগঠনটির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজের বহু কষ্টে গড়া সংগঠনটি আজ কতিপয় ব্যক্তিরা জিম্মি করার অপচেষ্টায় লিপ্ত। তাই সংগঠনের অস্তিত্ব রক্ষার্থে ও সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হলো।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিমকে আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাউদ নূর-এ-শফিউল কাদেরকে সদস্য সচিব। এছাড়া ৫ সদস্যরা হলেন, মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. বোরহান উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আম্বিয়া বেগম পলি, মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান মেরাজ, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো, খন্দকার আক্কাস, নারায়ণগঞ্জ জেলা শাখার মুখপাত্র মির্জা নজরুল ইসলাম রানা।