নাসিকের এক ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

106

নারায়ণগঞ্জ সমাচার:

ভিডিও বানাতে গিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের একটি ভবন থেকে পড়ে আনিল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত আনিল পাইকপাড়া এলাকার সরদার গলির নুরু মিয়া ও সুমি বেগম দম্পতির সন্তান। সে একই ওয়ার্ডের কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, পাইকপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মানাধীন একটি তিন তলা ভবনের ছাদে উঠে টিকটক ভিডিও বানাতে গিয়ে পড়ে যায় আনিল। ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে, এতে তার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢামেকে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এদিকে, ভবনটি অরক্ষিত অবস্থায় থাকার জন্য স্থানীয়রা নাসিকের অব্যবস্থাপনাকে দায়ী করে। তারা বলেন, ভবনটি একসময় পরিত্যক্ত অবস্থায় ছিলো, মেয়র এখানে পরিচ্ছন্নকর্মীদের থাকার ব্যবস্থা করেন। এখানে বসবাসরত পরিচ্ছন্নকর্মীরা মাদকের সাথে জড়িত উল্লেখ করে স্থানীয়রা বলেন, আবাসিক এলাকায় সুইপারদের থাকতে দিয়ে স্বনামধন্য পাইকপাড়া সুনাম নষ্ট করাে অপচেষ্টা করা হচ্ছে।

সুইপাররা এখানে নিয়মিত উচ্চস্বরে গান-বাজনা বাজানো, আড্ডা দেয়া ও মাদক বিক্রিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এছাড়াও এ ভবনটি পুরোপুরি অরক্ষিত থাকে এবং এর রক্ষনাবেক্ষণ করা হয় না, একইসাথে ভবনটির ছাদে কোনো বাউন্ডারিও নেই বলে উল্লেখ করেন তারা। রক্ষণাবেক্ষণ ও বাউন্ডারি না থাকাই আনিলেন মৃত্যুর কারণ বলেও মনে করেন স্থানীয়রা।

এ ব্যাপারে স্থানীয় এক যুবক অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, আমাদের অপরাধটা কি, এখানে ময়লার বাঙ্কার বানিয়েছেন, ১৭ নং ওয়ার্ডটাকে উনি কি বানাতে চান। আমরা তো এমন কোনো অপরাধ করি নাই, যে আমাদের মাঝ থেকে এমন একটি কিশোর এভাবে চলে যাবে। মেয়র কি কারণে এথানে মেথর পট্টি দিচ্ছে, মেথর পট্টি দিবো, দুইদিন পর মাদক বেচা হইবো, ১৭ নং ওয়ার্ডের মানুষজন
মাদক খাইবো, এগুলি কি উনি চাইতাছে। এই ভবনটাকে আজকে ১০ বছর ধরে উনি পরিত্যক্ত বাড়ির মতো ফালায়া রাখছে কেন?

ঐ যুবক আরও বলেন, এই ভবনের কোনো বাউন্ডারি নাই, কোনো গেইট নাই, এখানে মানুষ নেশা করে। উনার কি কানে এগুলি যায় না।

একই বিষয়ে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর বলেন, আসলে যে ছেলেটি মারা গেছে সে ছিলো এলাকার সকলের নয়নের মনি। ও সবসময় সবাইকে আনন্দ দিতো। ওর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, আমার ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া একটি স্বণামধন্য এলাকা, কিন্তু এই এলাকায় সুইপারদের থাকতে দেয়া হচ্ছে আসলে এটা বড় পরিতাপের বিষয়। আমি মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করবো যাতে শীঘ্রই মেথরদের এখান থেকে অপসারণ করা হয় এবং ভবনটি যাতে রক্ষণাবেক্ষণ করা হয়।