পাইকপাড়ায় বিভা হাসান’র গণসংযোগ

22

নারায়ণগঞ্জ সমাচার:

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষ্যে ব্যস্ত সময় পার করছে বর্তমান কাউন্সিলর ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা।

এরই ধারাবাহিকতায় গতকাল দিনভর গণসংযোগ করেছেন প্যানেল মেয়র-১ ও ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান।

শুক্রবার বিকেলে গণসংযোগে বের হলে মানুষের ব্যাপক সাড়া পান সফল এ সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

এসময় স্থানীয়রা তাকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন। পাশাপাশি তিনিও সকলের কাছে ভোট প্রার্থনা করে বলেন, আমি আমার সাধ্যমতো আপনাদের উন্নয়নে কাজ করেছি। গত করোনায়ও আমি আপনাদের জন্য কঠোর পরিশ্রম করার চেষ্টা করেছি।  অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে এবং পুনরায় সকলের সেবা করার লক্ষ্যে তাকে আরেকবার ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন।

এসময় স্থানীয়রাও তাকে পুনরায় বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন।