
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনর ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন, মানুষ মানুষের জন্য, আমি বাবু আপনাদের জন্য। আজকে ১ যুগ ধরে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। কতটুকু পেরেছি তা আপনারাই ভালো বলতে পারবেন। আমি আপনাদের দিতে এসেছি, আমি আপনাদের রক্ত চুষে ক্ষেতে আসিনি।
আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ওয়ার্ডের নয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় কাউন্সিলর বাবু বলেন, আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি অনেকে এলাকায় অত্যাচার করতে, জুলুম করতো, সন্ত্রাসী কর্মকান্ড করতো। তখন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম যদি কোনো দিন ক্ষমতা পাই, তাহলে ইভটিজিং, সন্ত্রাস, মাদক রোধে কাজ করবো। আমি কাউন্সিলর হওয়ার পর আপনাদের সাথে নিয়ে শক্ত হাতে এসব দমন করেছি। আমি জীবিত থাকতে আমার এলাকায় কেউ কোনো গরীবের গায়ে, নিরীহ ব্যক্তির গায়ে আঘাত করতে পারবে না।
তিনি বলেন, একটি কুচক্রী মহল বলে বেড়ায় বাবু ১৭ নং ওয়ার্ডে ও তার ছেলে নাকি ১৮ নং ওয়ার্ডে নির্বাচন করবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার জীবিত অবস্থায় তো নয়ই এমনকি আমার মৃত্যুর পরেও আমার পরিবার থেকে কেউ জনপ্রতিনিধিত্ব করতে আসবেনা। তবে, তারা অবশ্যই আমার চেয়েও বেশী মানুষের সেবা করবে ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন, অনেকে আবার এও বলে বেড়ায় ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে জুয়েলী ভুইয়াকে নাকি আমি দাড় করিয়েছি। আমি বলতে চাই, নির্বাচনে দাড়ানোর সবার অধিকার আছে। তাছাড়া আমরা শিক্ষিত একটি সমাজ চাই, সন্ত্রাসমুক্ত সমাজ চাই। আপনারা যদি সৎ পাত্রে ভোট দেন তাহলে ভালোটা আপনাদেরই ভোগ করতে হবে এবং কুপাত্রে ভোট দিলে খারাপটাও আপনাদেরই ভোগ করতে হবে।
এসময় নারী-পুরুষ নির্বিশেষে ওয়ার্ডের শত শত সাধারণ জনগন উপস্থিত থেকে ভোট বিপ্লবের মাধ্যে আবারও কাউন্সিলর বাবুকর জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।