সন্ত্রাসীদের প্রশ্রয় না দেয়ার আহবান জুয়েলী ভুইয়ার

76

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী জুয়েলী ভুইয়া বলেছেন, যদি আপনারা (এলাকাবাসীরা) চান তাহলে আমি নির্বাচন করবো। সামনে তফসিল ঘোষণা হবে, আপনারা অনুমতি দিলে আমি সামনে আগাবো। ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে সন্ত্রাস ও অপরাধীদের বিরুদ্ধে রুখে দাড়াবো। সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিবেন না। আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবো।

আসন্ন নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ১৮ নং ওয়ার্ডের নিতাইগঞ্জের লালবাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জুয়েলী ভুইয়া বলেন, আপনারা কেউ ভয় পাবেন না। যাকে ভালো লাগবে তাকেই ভোট দিবেন। আমাকেও মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমি আপাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি জানি, জান দেয়ার মালিক যিনি, নেয়ার মালিকও তিনি।

তিনি আরও বলেন, নারীদের কিছু ব্যক্তিগত সমস্যা থাকে যা তারা কাউকে বলতে পারে না। যেহেতু আমি একজন নারী তাই আমি নারীদের সকল সমস্যা সমাধানে তাদের পাশে দাড়াতে চাই। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমি ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা চাই। আমি চাই আপনারা আমার পাশে থাকেন।

উল্লেখ্য, জুয়েলী ভুইয়া নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ভুইয়ার পুত্র লিকু ভুইয়ার স্ত্রী। পাইকপাড়া ছোট কবরস্থান সংলগ্ন শিশু নিকেতন কিন্ডার গার্টেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল হিসাবে কর্মরত আছেন।