
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির আহবায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, বন্ধুগণ আপনারা ঐক্যবদ্ধ থাকেন।কোনো আন্দোলন বিফলে যায় নাই। ভবিষ্যতে এ আন্দোলন বিফলে যাবে না বন্ধুগণ। আমাদের জয় সুনিশ্চিত হবে। কারণ আমরা মনে করি, আমরা একটি ন্যায্য অধিকারের জন্য এখানে দাড়িয়েছি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশের যেতে না দেয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সংলগ্ন রাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, আপনারা বিভিন্ন এলাকা থেকে অনেক দুর-দুরান্ত থেকে এসেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। এভাবেই সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আগামী বুধবার আমরা জেলা প্রশাসকের নিকট সকাল ৯টায় আমরা স্মারকলিপি দিবো, আপনারা সেখানে উপস্থিত থাকবেন। আগামী প্রতিটি আন্দোলনেও আপনারা উপস্থিত থাকবেন, আন্দোলন “ইস এ কন্টিনিউয়াস প্রসেস”। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের দাবি এখন আল্লাহর দরবারে আর জনগনের বিবেকের কাছে।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ, জেলা মহিলা দলের আহবায়িকা মায়া চৌধুরী প্রমুখ।