উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন বাবুল

55

নারায়ণগঞ্জ সমাচার:

বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাজহারুল ইসলাম বাবুল।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমাদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, গত প্রায় ৩০ বছর যাবৎ আমাদের ফতুল্লা ইউনিয়নে নির্বাচন হচ্ছিল না। এবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা অনেক খুশী ও আনন্দিত।

নির্বাচনে জয়ী হলে এলাকাবাসীর উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবেন বলেও জানান তিনি। তিনি ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে দেশবাসীর কাছে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, জুয়েল, দিদার, মো. বিল্লাল হোসেন, হাসিব, তারিফ, আজগর, রোহান, নাদিম, আরিফ, হাফিজুল, রাকিব, রুবেল, মনির, কালু সহ এলাকার বিপুল সংখ্যক কর্মী-সমর্থকবৃন্দ।