মন্টি’র নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান

43

নারায়ণগঞ্জ সমাচার:

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশের যেতে না দেয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশে শত শত নেতাকর্মীদের সমন্বয়ে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন মহানগর যু্বদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি।

বৃহস্পতিবার দুপুরে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খানপুর হাসপাতালের সামনে গিয়ে মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশে যোগদান করে।

এসময় “মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই”, এ ধরনের বিভিন্ন শ্লোগানে শ্লোগানে চারপাশ মুখরিত করে রাখে সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু। এসময় আরও উপস্থিত ছিলেন সাহেদ, মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক জাকির হোসেন সেন্টু, যুবদল নেতা মোতালেব প্রমুখ।