শুধুমাত্র রাজনৈতি প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না- মন্টি

23

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি বলেছেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তিন তিন বারের প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ দলের প্রধান, আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়াকে এই জালিম সরকার অবরুদ্ধ করে রেখেছে। এমনকি তিনি গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে সুচিকিৎসার লক্ষ্যে দেশের বাইরে যেতে দিচ্ছে না অবৈধ এ সরকার।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশের যেতে না দেয়ার প্রতিবাদে এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর খানপুর হাসপাতালের সামনে শত শত নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সবাই মিলিত হয়ে একসাথে মিছিল নিয়ে চাষাড়ার দিকে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার কারণে খানপুরেই তারা বিক্ষোভ মিছিল করে।

এসময় মন্টি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাঁর সুচিকিৎসার দাবিতে এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আজকে আমাদেরসহ পুরো দেশবাসীর জীবন নাভিশ^াস তাই এ উর্ধ্বগতি রোধের দাবিতে আমরা আজ রাজপথে নেমেছি।

অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং এ দ্রব্যমূল্যের দাম কমানোর আহবান জানান তিনি। অন্যথায় এ দেশকে অচল করে দেয়া হবে বলেও হুশিয়ারী দেন এ যুবদল নেতা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু। এসময় আরও উপস্থিত ছিলেন সাহেদ, মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক জাকির হোসেন সেন্টু, যুবদল নেতা মোতালেব প্রমুখ।