
নারায়ণগঞ্জ সমাচার:
নাসিকের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আব্দুল করিম বাবুর সহধর্মিণী মিসেস ফারহানা করিম বলেছেন, সামনে নির্বাচন এখন অনেকেই আপনাদের কাছে যাবে বা যায়, নির্বাচনের ৫ বছরের মধ্যে একবার যায়, পরে আর কোনো খবর থাকে না, এ বিষয়ে আমি আপনাদের বিবেকের কাছে ভার দিবো। আপনারা বিবেক দিয়ে চিন্তা করে ভোট দিবেন, যাকে যোগ্য মনে হয়, যাকে মনে হয় আপনারা পাশে পাবেন তাকেই ভোট দিবেন।
প্রতিবছরের ন্যায় এবারও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর নিজস্ব অর্থায়নে বারো হাজার এলাকাবাসী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এ কম্বল বিতরণ কার্যক্রম।
তিনি বলেন, আমি বলবো না আপনারা আমার স্বামীকে ভোট দিন, যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দিবেন। আমরা কারো কাছে ভোট চাই না, সকলের কাছে দোয়া চাই।
তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন উনাকে নেক হায়াৎ দান করেন। আমি যেন উনার আগে মরতে পারি, সেই তৌফিক দান করেন আল্লাহর দরবারে এই ফরিয়াদ। কারণ উনাকে ছাড়া থাকা তো সম্ভব না।
আমাদের মৃত্যুর পরেও আমাদের সন্তান আপনাদের সেবা করবে উল্লেখ করে তিনি বলেন, আমি বা আমার স্বামী যখন না থাকবে তখন আমার ছেলে রিয়েন সর্বদা আপনাদের পাশে দাড়াবে, এমন শিক্ষাই ওকে আমরা দিয়েছি। শুধু ও থাকলেই হবে না, আপনারাও ওকে আপন করে নিবেন, ও (রিয়েন) যাতে আপনাদের কাছে যেতে পারে সেই ব্যবস্থা করবেন। ও যাতে ওর বাবার পথ অনুসরণ করে আপনাদের পাশে থাকতে পারে। আমাদের তো চাওয়া-পাওয়ার কিছু নাই, আল্লাহ আমাদের অনেক দিয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মালেক ভুইয়া, আক্তার মিয়া, তোফাজ্জল, ইকবাল, বাদল, লিকু ভুইয়া, এস বি স্যাটেলাইট ক্যাবলস এর ব্যবস্থাপনা পরিচালক এম আর কে রিয়েন, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহিম, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব রিয়াদ হাসান, তানভীর সুমন প্রমুখ।