উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হেভিওয়েট প্রার্থী মাসুম আহমেদ

135

নারায়ণগঞ্জ সমাচার:

উৎসবমুখর পরিবেশে আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী, মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য মাসুম আহমেদ।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রতিভা বিশ্বাসের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাসুম আহমেদ বলেন, মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ উৎসবমুখর পরিবেশে আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি সৎ পয়সা উপার্জন করে, মানুষের প্রকৃত সেবা করার লক্ষ্যে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছি। ইনশ্আাল্লাহ বিজয় আমার হবে।

ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে এ হেভিওয়েট প্রার্থী তিনি বলেন, আমার ওয়ার্ডের জনগন খুবই নির্যাতিত এবং নিগৃহীত। একইসাথে তারা বুদ্ধিমান এবং বিচক্ষণ, তারা জানে কাকে ভোট দিলে উন্নয়ন হবে। তারা আগে আরও ২ কাউন্সিলরকে দেখেছে। বউয়ের স্বর্ণ বা বাড়ি-ঘর বিক্রি করে জনগনের সেবা করবো এ ধরনের আমি কোনো মিথ্যা আশা দিয়ে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওয়ার্ডবাসীকে আমি বোকা বানাতে চাই না। আমি শুধু এটুকুই বলবো, ওয়ার্ডবাসীর কাছে আমার আকুল আবেদন অর্থের কাছে নিজের বিবেক বিক্রি করবেন না এবং যোগ্য ব্যক্তিকেই আপনারা বিজয়ী করবেন ইনশ্আাল্লাহ। আর আমি নতুন প্রার্থী হিসাবে, আমার ওয়ার্ডবাসীর কাছে সুযোগ চাই। যাতে করে উন্নয়নের মাধ্যমে আমি আমার নিজেকে প্রমাণ করতে পারি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. হাসান আহমেদ দুলাল, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম পারভেজ, ওয়ার্ড পূজা কমিটির যুগ্ম সম্পাদক কমল ঘোষ, এড. বাচ্চু, জেলা যুবলীগ নেতা শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ প্রমুখ।