বঞ্চিত ওয়ার্ডবাসীকে সেবা দেয়ার লক্ষ্যে নির্বাচনী লড়াইয়ে নেমেছি: উজ্জল

54

নারায়ণগঞ্জ সমাচার:

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডের তরুন, শিক্ষিত ও হেভিওয়েট প্রার্থী মো. উজ্জল হোসেন।

গতকাল সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র জমা শেষে উজ্জল হোসেন বলেন, মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি বিবিএস এ লেখাপাড় করছি, পাশাপাশি ব্যবসাও করছি। সৎ পয়সা উপার্জন করে, জনগনের সমর্থনে, জনগনের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছি। ইনশ্আাল্লাহ বিজয় আমার হবে।

ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে এ হেভিওয়েট প্রার্থী তিনি বলেন, আমার ওয়ার্ডের জনগন খুবই নিগৃহীত এবং সেবা থেকে বঞ্চিত। একইসাথে তারা বুদ্ধিমান এবং বিচক্ষণ, তারা জানে কাকে ভোট দিলে উন্নয়ন হবে। তারা আগে আরও অনেককে কাউন্সিলর হিসাবে দেখেছে। সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডগুলোতে যেভাবে উন্নয়ন হচ্ছে, আমাদের ওয়ার্ডে সেভাবে উন্নয়ন হচ্ছে না। ওয়ার্ডবাসী তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত। আমি শুধু এটুকুই বলবো, ওয়ার্ডবাসীর কাছে আমার আকুল আবেদন অর্থের কাছে নিজের বিবেক বিক্রি করবেন না এবং যোগ্য ব্যক্তিকেই আপনারা বিজয়ী করবেন ইনশ্আাল্লাহ। আর আমি নতুন প্রার্থী হিসাবে, আমার ওয়ার্ডবাসীর কাছে একবার সুযোগ চাই। যাতে করে উন্নয়নের মাধ্যমে আমি আমার নিজেকে প্রমাণ করতে পারি।

তিনি আরও বলেন, এ ওয়ার্ডে মাদক বিক্রেতাদের আনাগোনা বেশী, আমি নির্বাচিত হলে সর্বপ্রথম আমার এলাকা থেকে এসব মাদক বিক্রেতাদের উচ্ছেদ করবো। আমার এলাকায় কোনো মাদক বিক্রেতা, মাদক সেবী, কিশোরগ্যাং, ইভটিজারসহ কোনো অপরাধী থাকবেনা। মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করবে। তার জন্য এলাকাবাসীর নিকট আমি দোয়া ও ভোট প্রার্থনা করছি।