কামরুল হাসান মুন্না’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

55

নারায়ণগঞ্জ সমাচার:

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ নং ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী, দুইবারের সফল সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

কামরুল হাসান মুন্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন হাজী মো. সাদেক হোসেন, তাইফুল হাসান তান্না, রফিকুল হাসান রিয়ন, নিঝুম, ইমন প্রমুখ।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৫ডিসেম্বর থেকে শুরু হওয়া মনোনয়ন সংগ্রহ ও জমা কার্যক্রম চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ই জানুয়ারী।