
নারায়ণগঞ্জ সমাচার:
ফতু্ল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক, জনসভায় পরিণত হয়েছে বলে জানায় স্থানীয়রা।
শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে ওয়ার্ডের আজমেরীবাগ এলাকায় ও যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের সার্বিক সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী, থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সকল মেম্বার প্রার্থীবৃন্দ।
সরেজমিনে গিয়ে দেখা যায় ০৯ নং ওয়ার্ডের আজমেরীবাগ এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে উঠান বৈঠকের জন্য যে স্থানে স্টেজ করা হয়েছে, নেতাকর্মী ও সাধারণ জনগনের ভীড়ে সেই স্থানে তীল ধারণের ঠাই ছিলো না। যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, কর্মী ও সমর্থকরা এসময় দলে দলে যোগদান করেন। বিপুল সংখ্যক নেতাকর্মীদের জায়গা সংকুলান না হওয়ায় আশেপাশের সকল রাস্তায় মানুষের ভীড় দেখা গেছে।
এসময় উপস্থিত সাধারণ মানুষদের অনেকে বলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নির্বাচনী উঠান বৈঠক দেখেছি, কিন্তু আজকের মতো বিশাল এ উঠান বৈঠক খুব কমই চোখে পড়েছে। উঠান বৈঠক নয়, অনেকটা জনসভায় পরিণত হয়েছে আজকের এই সভা।