যোগ্য হলে আমাকে ভোট দিবেন : খন্দকার লুৎফর রহমান স্বপন

51

নারায়ণগঞ্জ সমাচার:

ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন বলেন, প্রায় ৩০ বছর পর ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে, আমি দীর্ঘদিন ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেছি। এখন আমি ভারমুক্ত হতে চাচ্ছি, যদি আমি যোগ্য হই তাহলে সকলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী মোহাম্মদ আবদুল বাছেত রতন (মোরগ প্রতীক) এর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে ওয়ার্ডের পূর্ব ইসদাইর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় মেম্বারদের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু দীর্ঘদিন পর নির্বাচন তাই অনেকেই মেম্বার প্রার্থী হয়েছেন। এলাকার জনগন বা ভোটাররা যাকে যোগ্য মনে করবেন এবং যাকে দিয়ে আপনাদের কাজ হবে তাকেই আপনারা নির্বাচিত করবেন।
জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, আমাদের ইউনিয়নে প্রধান সমস্যা জলাবদ্ধতা। আমি নির্বাচিত হই বা যেই নির্বাচিত হউক, অবশ্যই জলাবদ্ধতাটাকে প্রধান সমস্যা ধরে এবং প্রথমেই এর একটা সমাধান যাতে করে এই আশাবাদ ব্যক্ত করছি।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী, নারায়ণগঞ্জ সমবায় সমিতির চেয়ারম্যান কাশেম আহমেদ, ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আকবর প্রমুখ।