মনিরের নির্বাচনী প্রচারণায় শফি বাহিনীর হামলার অভিযোগ

54

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামানের নির্বাচনী প্রচারণাকালীন সময়ে হামলার অভিযোগ উঠেছে আরেক প্রার্থী শফি ও তার বাহিনীর বিরুদ্ধে।

গত শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ডের ভূইয়ারবাগ এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির।

জানা যায়, ১৪নং ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন ৫ প্রার্থী। সকলেই চষে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ। তবে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক সফল কাউন্সিলর মনিরুজ্জামান। কোনো সন্ত্রাসী বাহিনী না থাকায় এবং কোনো খারাপ রেকর্ড না থাকায় যেখানেই যাচ্ছেন, পাচ্ছেন ভোটারদের ব্যাপক সাড়া, দোয়া ও সমর্থন। এতেই চক্ষুশূল হয়েছেন অন্য কাউন্সিলর প্রার্থীদের।

মনিরুজ্জামানের কাছে পরাজয় নিশ্চিত জেনে সবচেয়ে ভয়ে আছে সন্ত্রাসী বাহিনীর মদদদাতা হিসাবে পরিচিত, সাংবাদিক পেটানো শফিউদ্দিন প্রধান। আর তাই
গত শুক্রবার সন্ধায় মনিরুজ্জামান মনিরের উঠান বৈঠকে হামলা চালায়
সফিউদ্দিন বাহিনী। শফিউদ্দিনের ছেলে ও তার ভাতিজা দর্পণ প্রধানের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি বাহিনী নিয়ে এ হামলা চালানো হয়।

এসময় কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামানের সমর্থক রিয়াদ, জীবন, সােয়াদ ও আলিমসহ ৪-৫ জন আহত হন।

এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন, আমার উঠান বৈঠকে সফিউদ্দিনের ভাতিজা ও তার ছেলেরা এসে মারধর করে। পরে সিনিয়র সাংবাদিক সালাম ভাই সফিউদ্দিনের বাহিনীকে সরিয়ে দেন। এতে আমার ৪-৫ জন্য ছেলে আহত হন।

এ বিষয়ে কাউন্সিলর সফিউদ্দিন জানান, ওইখানে কিছুই হয়নি, আমার পােলাপাইন লিফলেট বিতরণ করতে গিয়েছিলো ভূইয়ারবাগ এলাকায়।