
নারায়ণগঞ্জ সমাচার:
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমেদ হেনা।
রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে সেলিম আহমেদ হেনা বলেন, দীর্ঘ সময় ধরে প্রকৃত উন্নয়নবঞ্চিত আমাদের এই ওয়ার্ডের মানুষ। আগামী নির্বাচনে জয়লাভ করে যাতে এলাকাবাসীর জন্য কাজ করতে পারি এই দোয়া কামনা করছি সকলের কাছ থেকে।
তিনি আরও বলেন, উন্নয়নবঞ্চিত হওয়ায় এলাকাবাসীর জন্য কিছু করার ইচ্ছা নিয়ে আমি প্রার্থী হয়েছি। সর্বদা আমি এলাকাবাসীর সাথে থাকার চেষ্টা করেছি। আজ এলাকাবাসী ও মুরুব্বীদের কথায় প্রার্থী হয়েছি, ইনশা্আল্লাহ এলাকাবাসীর জয় হবে।
এসময় উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এড. নুরুল হুদা, সহ-সভাপতি মাহাল উদ্দিন মালু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. আলাউদ্দিন, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন (২), মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, ড্রেজার আঞ্চলিক কমিটি সিবিএ’র যুগ্ম সম্পাদক ইকবাল, জেলা শ্রমিকলীগ আহবায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ফার্মাসিউটিক্যাল শ্রমিকলীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টি নেতা ইরান, এড. ইব্রাহীম, আওয়ামীলীগ নেতা হালিম, ইকবাল, কৃষকলীগের সভাপতি মীর আলমগীর প্রমুখ।
উল্লেখ, আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। ২৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ই জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।