
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম বলেছেন, আজ আমি আপনাদের কোন আশার বাণী দিতে আসিনি, যেটা বাস্তব আমি সেটা বলছি আপনাদের। আমি যেটা আপনাদের সাথে নিয়ে পারবাে সেটাই আমি বলছি, এখানে মিথ্যার কিছু নাই। অন্য কোন প্রতিদ্বন্দী বলতে পারে আমি এটা করবাে সেটা করবাে। কিন্তু আমি সেটাই বলবাে যেটা আপনাদের মাধ্যমে করবাে।
আসন্ন নাসিক নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে তিনি একথা বলেন।
গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে ওয়ার্ডের জিমখানা কাঠপট্টি এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় অনুদানের বিষয় নিয়ে তিনি বলেন, করোনা না আসলে আমরা জানতে পারতাম না সরকার থেকে কি
ধনের অনুদান আসে। করােনার সময় জনপ্রতিনিধিরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা সকলের পাশে এসে দাড়িয়েছেন, সকলকে সাহায্য সহযােগিতা করেছেন। জনপ্রতিনিধিরাও করােনায় আক্রান্ত হয়েছেন আর্থিকভাবে।
আপনাদের দাবী বাস্তবায়ন করতে হলে সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করবেন, নইলে আপনাদের দাবী ফাইল বন্দী অবস্থায় থাকবে। আপনারা যদি মনে করেন আপনাদের দাবীগুলাে বাস্তবায়ন করবেন তাহলে আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের সকল প্রকার দাবী পূরন করবাে। আর যদি মনে করেন ফাইল বন্দী অবস্থায় থাকবে তাহলে আমাকে নির্বাচিত করবেন না। এই জিমখানা থেকে অনেকে অন্য কোথাও চলে গেলেও সবার সাথে সবার সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বিন্দুমাত্র নষ্ট হয়নি।
আপনাদের দোয়ায় নির্বাচিত হলে মেয়র তথা আমার ভাগ্নি আইভীর সাথে মিলেমিশে আপনাদের উন্নয়নে কাজ করবো। সুখে-দুখে সর্বদা আপনাদের পাশে থাকবো।
এর আগে দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
উল্লেখ, আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। ২০ ডিসেম্বর যাচাই-বাছাই, ২৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ই জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।