৬ নং ওয়ার্ডে স্বপন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করবো – বাছেত (রতন)

16

নারায়ণগঞ্জ সমাচার:

ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী হাজী মোহাম্মদ আবদুল বাসেত রতন বলেছেন, এ ওয়ার্ডে আমরা মেম্বার প্রার্থী ৯জন আলাদা আলাদা হতে পারি কিন্তু নৌকার প্রশ্নে আমরা সকলেই এক। আমরা বিপুল ভোটে নৌকার প্রার্থী স্বপন ভাইকে বিজয়ী করে আনবো।

ওয়ার্ডবাসীর উদ্যোগে নৌকার পক্ষে আয়োজিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গতকাল রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়ার্ডের পূর্ব ইসদাইরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমাদের চেয়ারম্যান প্রার্থী একজনই তিনি হচ্ছেন আমাদের লুৎফর রহমান স্বপন ভাই। আমরা সকলে নৌকার জন্য কাজ করবো। ৬নং ওয়ার্ডে আমরা স্বপন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে আনবো ইনশ্আাল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন বলেছেন, আমি দীর্ঘ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্বে ছিলাম, কিন্তু পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে পারি নাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ৫ বছরের জন্য একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে উন্নয়ন করবো।

এতে আরও উপস্থিত ছিলেন দীপক সাহা, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মানিক প্রমুখ।