৬ নং ওয়ার্ডকে আদর্শ এলাকায় পরিণত করবো – বাবুল

24

নারায়ণগঞ্জ সমাচার:

আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাজহারুল ইসলাম বাবুল বলেছেন, আপনারা সকলেই জানেন দীর্ঘ ৩০ বছর পর আমাদের ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। দীর্ঘসময় নির্বাচন না হওয়ায় আমরা এলাকাবাসী কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত। তাই আপনাদের সেবা করার লক্ষ নিয়ে আমি নির্বাচনে এসেছি। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে সর্বদা আপনাদের পাশে থাকবো।

নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপনের পক্ষে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়ার্ডের পূর্ব ইসদাইরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, যুবসমাজের অবক্ষয়সহ সকল প্রকার সমস্যার সমাধানে আমাকে পাশে পাবেন। এলাকার মুরুব্বী, যুবসমাজ সকলকে সাথে নিয়ে ৬ নং ওয়ার্ডকে আদর্শ এলাকায় পরিণত করবো।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন বলেছেন, আমি দীর্ঘ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্বে ছিলাম, কিন্তু পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে পারি নাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ৫ বছরের জন্য একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে উন্নয়ন করবো।

এতে আরও উপস্থিত ছিলেন দীপক সাহা, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মানিক প্রমুখ।