
নারায়ণগঞ্জ সমাচার:
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ নং ওয়ার্ডের হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী তানজিম কবির সজিব।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে তানজীম কবির সজু বলেন, আগামী নির্বাচনে জয়লাভ করে যাতে এলাকাবাসীর জন্য কাজ করতে পারি এই দোয়া কামনা করছি সকলের কাছ থেকে।
তিনি আরও বলেন, সর্বদা আমি এলাকাবাসীর সাথে থাকার চেষ্টা করেছি। আজ এলাকাবাসী ও মুরুব্বীদের কথায় প্রার্থী হয়েছি, ইনশা্আল্লাহ এলাকাবাসীর জয় হবেই হবে।
এর আগে গত ০৭ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
উল্লেখ, আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ই জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।