
নারায়ণগঞ্জ সমাচার:
স্থানীয় মুরুব্বী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বর্তমান কাউন্সিলর নাজমুল আলম সজলকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কবির হোসেন।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউসুফ উর রহমানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে স্থানীয়রা বলেন, আমাদের এলাকার গর্ব, আমাদের সন্তান, ছোট ভাই ইস্রাফিল প্রধানের মনোনয়নপত্র জমা দিয়েছি। কবির যেভাবে এলাকার উন্নয়ন করে, গরীব-দুখী মানুষের পাশে থাকে তাতে তার বিজয় সুনিশ্চিত। কবির বিপুল ভোটের ব্যবধানে আগামী নির্বাচনে জয়লাভ করবে ইনশা্আল্লাহ।
কবির হোসেন বলেন, করোনাকালীণ সময়সহ সর্বদা এলাকাবাসীর সাথে থাকার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি তারাই ভালো বলতে পারবে। এবার আমি আমার এলাকাবাসী ও মুরুব্বীদের কথায় প্রার্থী হয়েছি, ইনশা্আল্লাহ এলাকাবাসীর জয় হবে বলেন তিনি।
এর আগে গত ০৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ, আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। ২৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ই জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।